মোহাম্মদ সালাহ উদ্দিন কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার দ্বিতীয় পর্ব (রিজার্ভ ডে) স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শনে জেলা নির্বাচন কমিশনার । সোমবার (২৮ অক্টোবর) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভা স্হ উপজেলার নির্বাচন কমিশন অফিসে দ্বিতীয় পর্যায়ের স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রমের তৃতীয় দিনে পরিদর্শন করেন জেলা নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা নির্বাচন কর্মকর্তা একে এম সাইদুজ্জাম ,উপজেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। আজ চিড়াং ও আশুজিয়া ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণের কথা রয়েছে।
জেলা নির্বাচন কমিশনার বলেন আমাদের এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ পর্যায়ে , দল মত নির্বিশেষে আমাদের সহযোগীতা করেছে। আমি জানি কোন ধরনের সমস্যা ছাড়াই এই কার্যক্রম শেষ হবে।
উল্লেখ্য গত ২৫ অক্টোবর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম দ্বিতীয় পর্ব (রিজার্ভ ডে) শুরু হয় এতে ৩০ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।
Leave a Reply