সিনিয়র স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ৫০জন নবনির্বাচিত ডিলারের নিয়োগ ১দিনের মধ্যে বাতিল করা হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তার দপ্তর থেকে ৫০জন ডিলার নিয়োগদানের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের পর ২৩২জন আবেদন করেন এবং পর যাচাই বাচাই শেষে উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভায় সিদ্ধান্তক্রমে ৫০জন নির্বাচন করে প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপন জারির পর ডিলার হতে পারে নাই এধরনের ব্যক্তিরা লটারী নিয়ে আপত্তি উত্তাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক পোষ্ট দিতে থাকেন। উক্ত বিষয়টি ময়মনসিংহ জেলা প্রশাসকের নজরে এলে তিনি সকল আবেদনকারীদের উপস্থিতি স্বাক্ষর নিয়ে পুনরায় লটারী করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, সকল আবেদনকারী নান্দাইলের মানুষ। পুনরায় লটারী হলে আমার কোন সমস্যা নাই। যারা পুনরায় পাবে না তারা আবারও নানা ধরনের কথা বার্তা বলবে এটাই স্বাভাবিক। অপরদিকে ৫০জন ডিলার (নতুন নিয়োগ প্রাপ্ত) তারা পুনরায় লটারী প্রদানের বিষয়টি সঠিক হবে না উল্লেখ করে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট যাব। প্রয়োজনে আদালতে মামলা করব। আমরা লটারীতে বিজয়ী হয়েছি। বাড়িতে বসে জানতে পারি। এখানে কোন অনিয়ম দূর্নীতি হয়নি। নান্দাইলে ৫০জন ডিলার নিয়োগ ও ১দিন পরে বাতিল বিষয়টি নিয়ে নানা ধরনের কথা বার্তা শুনা যাচ্ছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর নিকট নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল সেল ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের এখতিয়ার। বিষয়টি আমি অবহিত আছি। তিনি (ইউএনও) অভিযোগের প্রেক্ষিতে পুনরায় লটারী নিতে পারেন এতে কোন সমস্যা নাই।
Leave a Reply