আতাউর রহমান বাচ্চু, স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলার সাংস্কৃতিক অঙ্গনের এক উচ্ছল তরুণীর নাম জিলফা জাহান ইন্নী। তার বাবা সাংবাদিক, কবি, ছড়াকার সাদেকুর রহমান রতন। তিনি তাড়াইল বিচিত্রা টিভির পরিচালক। ইন্নীর বাড়ি তাড়াইল উপজেলাধীন সাচাইল গ্রামে।
ইন্নী রাজশাহীতে নার্সিং এ পড়াশোনা করছিল। গত জানুয়ারী ২০২৫ রাজশাহী ইন্নীর বাসায় কতিপয় দূর্বৃত্তরা শারিরীকভাবে লাঞ্চিত করে ইন্নীকে হত্যা করে। সংবাদ পেয়ে ইন্নীর বাবা সাদেকুর রহমান রতন রাজশাহী গিয়ে হত্যা মামলা দায়ের করেন। রাজশাহী পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছেন। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। আজ ১৫ মার্চ ২০২৫ খ্রি.তারিখ শনিবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জের কালীবাড়ি মোড় সংলগ্ন মুক্তমঞ্চ চত্বরে ইন্নী হত্যাকারীদের বিচার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ছাত্র জনতার ব্যানারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ইন্নির পিতা বিশিষ্ট ছড়াকার ছাদেকুর রহমান রতন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, স্কুল শিক্ষক আবুল হাসেম, এডভোকেট এনামুল হক, ছড়াকার হারুন আল রশিদ, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, সামিউল হক মোল্লা, কণ্ঠশিল্পী হোসনে আরা মমতাজ, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিলকী প্রমুখ।বক্তারা অবিলম্বে ইন্নি হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।জেলার শিল্প,সাহিত্য,সংস্কৃতি ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক কর্মী জিলফা জাহান ইন্নী হত্যাকারীদের বিচারের দাবীতে সরকার ও প্রশাসনের কাছে জোড়ালো দাবী উত্থাপন করেন।
Leave a Reply