বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে ৫ টায় শায়েস্তাগঞ্জ থানা এসআই কাউছার হোসেন গোপন সংবাদের ভিওিতে এবং তার নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলায় বাঘাসুরা ইউনিয়নে সুন্দরপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে । এর আগে রাতে চুনারুঘাট উপজেলা উবাহাটা ইউনিয়নে উলু কান্দি আরো একজন ডাকাতকে আটক করা হয় । আটককৃত কুখ্যাত ডাকাতরা হলেন – মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখর নগর গ্রামের জমির আলী ছেলে ফয়সাল মিয়া ( ৩২) , মানিকপুর গ্রামের শাহ আলম মিয়া ছেলে শাহ রুবেল আহমদ রনি (২৬) , সুন্দরপুর গ্রামের আছদ্দর আলী ছেলে জয়নাল মিয়া (৪২) , দুবাই মিয়া ছেলে স্পিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলা উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের ইদ্রিস আলী ছেলে ডাকাত রুহুল আমিন ( ২৪) । থানা পুলিশ জানায় , গোপন সংবাদের ভিওিতে মাধবপুর উপজেলায় বাঘাসুরা ইউনিয়নে সুন্দরপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় । এ-সময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমণ চালায় । তাৎক্ষনিক পুলিশ চার কুখ্যাত ডাকাতকে ঘেরাও দিয়ে আটক করে ।
উল্লেখ্য, প্রতিদিনের মত স্টেশন রোড এলাকায় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে মহসিন মিয়া গত ৩ ফেব্রুয়ারি রাত ১ টা দিকে ঢাকা – সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় করাত কল সামনে বিএনপি নেতা ও ব্যবসা কল্যাণ সমিতির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন মিয়া একদল ডাকাতের কবলে পড়ে। এসময় ডাকাতদের হামলায় মোঃ মহসিন মিয়া নিহত হয় । এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ৫ জন ডাকাত আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে জানান । আসামীদেরকে পুলিশের পাহারায় বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে ।
Leave a Reply