ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভকারীরা দেশটির দ্বিতীয় বৃহৎ শহর বুসানে আগামী সপ্তাহের প্রতিদিন একটি করে সমাবেশ করার পরিকল্পনা করছেন।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াংজুতে আজ সন্ধ্যায় মোমবাতি মিছিল অনুষ্ঠিত হবে। প্রায় ১ হাজার নাগরিক তাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দায়েগু ও পোহাং এবং দক্ষিণাঞ্চলীয় জেজু দ্বীপে বিকালে একই ধরনের সমাবেশের পরিকল্পনা করছেন বিক্ষোভকারীরা।
দক্ষিণ কোরিয়ার প্রধান শ্রমিক ইউনিয়ন আয়োজিত অনির্দিষ্টকালের জন্য সাধারণ বিক্ষোভও শুরু হয়েছে।
মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করে দেশটির প্রেসিডেন্ট ইওল। তীব্র প্রতিবাদ ও বিক্ষোখের মুখে পরে এর কয়েক ঘণ্টা পর তা উঠিয়ে নেওয়ার ঘোষণাও দেন তিনি। কিন্তু বিরোধীদলের পাশাপাশি সাধারণ জনগণেরও বিরাগেভাজন হয়ে ওঠেন তিনি। সামরিক আইন প্রত্যাহার করা সত্ত্বেও এখন তার পদত্যাগের দাবি ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে।
সূত্র : বিবিসি
Leave a Reply