ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৭৫ ভোট পেয়ে নির্বাচনের দিন ইউপি সদস্য পদে নির্বাচিত হন মেরেঙ্গা গ্রামের চান মিয়ার পুত্র মোঃ হাবিকুল ইসলাম। পরে উক্ত সদস্য বিগত ১ বছর ধরে যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছে।
পরবর্তী সময়ে পরাজিত সদস্য মোঃ রমজান ভূইঁয়া বাদী হয়ে ময়মনসিংহ নির্বাচনী ট্রাইব্যুনালে নির্বাচনী মোকদ্দমা নং ১৩/২০২২ দায়ের করলে শুনানী শেষে বিজ্ঞ আদালত বিগত ২রা অক্টোবর/২০২২ বাদী পক্ষে রায় প্রদান করে। সদস্য মোঃ হাবিকুল ইসলাম ময়মনসিংহ নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে নির্বাচনী আপিল নং ০৪/২০২২ দায়ের করলে শুনানী শেষে বিজ্ঞ আপিল ট্রাইব্যুনাল বিগত ২রা অক্টোবর ২০২২ রায়ে আপিল না মঞ্জুর করেন।
এদিকে বাদী উক্ত রায়ে সংক্ষুদ্ধ হয়ে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ৭৯৯/২০২৩ দায়ের করলে শুনানী শেষে মহামান্য হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন ব্যঞ্চ বিগত ৩০ শে জানুয়ারি ২০২৩ তারিখে একটি আদেশে রুল নিশি জারী করেন। বর্তমানে মহামান্য হাইকোর্টে মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে।
মামলার বাদী বর্তমান ইউপি সদস্য মোঃ হাবিকুল ইসলাম হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৭৯৯/২০২৩ এর রুল চূড়ান্ত শুনানী না হওয়া পর্যন্ত উক্ত গেজেটের পরবর্তী সকল কার্যক্রম স্থগিত রাখার জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিগত ২৮শে ফেব্রুয়ারি লিখিতভাবে আবেদন জানিয়েছেন। ইউপি সদস্য মোঃ হাবিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ও নান্দাইল নির্বাচন অফিসার বরাবর লিখিত আবেদনে পরাজিত প্রার্থী মোঃ রমজান ভূইঁয়াকে শপথ না করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
Leave a Reply